৯ জন শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১ জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। তাদের বদলি করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়, আক্কেলপুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেনকে দুপচাঁচিয়ায় বদলি করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেনকে একই জেলার সেনবাগে ও সেনবাগের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিনকে সোনাইমুড়ী উপজেলায় বদলি করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দীনকে চট্টগ্রামের সাতকানিয়ায় বদলি করা হয়েছে। আর বান্দরবনের থানচি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খানকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বদলি তরা হয়েছে। কসবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহম্মদকে সিলেটের দক্ষিণ সুরমায় বদলি করা হয়েছে। দক্ষিণ সুরমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়কে সিলেটের জকিগঞ্জে বদলি করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামকে চট্টগ্রামের বোয়ালখালীতে বদলি করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ জামিল খানতে বদলি করে ৪ এপ্রিল জারি করা আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বদলিকৃত শিক্ষা কর্মকর্তাদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।