ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল বলেছেন, ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কোনো শিশু যেন শিক্ষার আলো হতে বঞ্চিত না হয়। শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানাদিগকে লালন-পালন করতে হবে। তিনি মতুয়া মিশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি গতকাল সকালে চৌহাট্টাস্থ ভোলানন্দ রাজকুঞ্জ সেবামণ্ডল আশ্রমে শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মতুয়া মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট অনুজ রায়ের সভাপতিত্বে ও রাজিব কুমার মিত্র এবং লিটন কুমার মণ্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সজল কুমার চৌধুরী, সিএম সিলেটের অধ্যাপক ডা. কল্লোল বিজয় কর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিদ্যা রত্ন রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের সভাপতি মতুয়ারত্ন গোসাই গোবিন্দ চন্দ্র রায়। উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন বাবলু ভক্ত, নারায়ণ দাস, নয়ন কুমার রায়, রিপন কুমার রায়, অরুণ কুমার রায়, লিটন কান্তি মৃধা, রনজয় রায়, নিখিল রায় প্রমুখ।