জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক কালা হুজুরকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র্যাব-৮ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন আগে র্যাব-৮ এর নজরে আসে। এরপর র্যাব-৮ এর অধীন্যস্ত ভোলা ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল এএসপি মো. জামাল উদ্দিনের নেতৃত্বে ভোলার বোরহানউদ্দিন থানার চাঁননীরহাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া জিনের বাদশা পরিচয়দানকারী নাজিম উদ্দিন হাওলাদারকে (২৫) আটক করা হয়। সে চকডোসা গ্রামের নিরব হাওলাদারের ছেলে।
র্যাব আরও জানায়, আটক নাজিম উদ্দিন হাওলাদার কখনো মাওলানা কামরুজ্জামান, আবার কখনো কালা হুজুর বা জিনের বাদশা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।