দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: পাবনার আকাশ কলি দাসকে পাখি-বন্ধু পদকে ভূষিত করলো অ্যাসোসিয়েশন অব প্যারোট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্স, বাংলাদেশ (আ্যাপস)।
গত সোমবার পাবনার বেড়া উপজেলার অন্তর্গত কৈটোলা গ্রামে শ্রী আকাশ কলি দাসের বাড়িতে উপস্থিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ এই পদক ও পুরস্কারের নগদ অর্থ তার হাতে তুলে দেন।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজোটিক বার্ড ব্রিডারদের কোনো সংগঠন বনের পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এ পাখি-বন্ধু পদক ঘোষণা করলো। পুরস্কারের অর্থমূল্য নগদ দশ হাজার টাকা বলে জানা গেছে।
এর আগে গত পহেলা মে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পদক ঘোষণা করা হয়। কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় নব্বই ছুঁই ছুঁই আকাশ কলি দাসকে ঢাকায় না নিয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিজেরাই ছুটে আসেন তার কাছে।
পাখিকে ভালোবেসে চিরকুমার আকাশ কলি দাসের বাড়িতে গিয়ে দেখা গেছে, অনেক সম্পত্তির মালিক হয়েও তিনি জীবনযাপন করেন অতি সাধারণ মানুষের মতো। পৈতৃক সূত্রে প্রাপ্ত দুই একর জমিতে প্রায় ষাট বছর ধরে কয়েক হাজার বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে প্রতিষ্ঠিত করেন পাখির এক অভয়াশ্রম। যেখানে আনাগোনা ও বসবাস করে দেশি-বিদেশি হাজারো প্রজাতির পাখি।
পুরস্কার পেয়ে আ্যাপস সংগঠনকে অশেষ ধন্যবাদ জানিয়ে ৮৮ বছর বয়সি পাখি-বন্ধু, প্রকৃতিপ্রেমী আকাশ কলি দাস বলেন, আপনাদের মতো মানুষদের আমি নিমন্ত্রণ করেও আনতে পারতাম না এখানে।