ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশ পরিচালনা, রাজনীতি ও অর্থনীতিসহ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিহাস সম্পর্কে জানতে হবে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে ইতিহাস সেতুবন্ধন তৈরি করে। বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সমন্বয় না হলে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলী সমৃদ্ধ সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথমপর্বে নবীন বরণ ও দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক শরিফ উল্লাহ্ ভূঁইয়া, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. শারমিন আখতার বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মিঠুন কুমার সাহা।