চিকিৎসা পেশায় নিয়োজিত মেডিক্যাল শিক্ষকদের পদোন্নতি একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নব নিয়োগ প্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।
আজ সোমবার (২ জানুয়ারি) এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা নিয়ে নিজের পরিকল্পনা ও চ্যালেঞ্জের বিষয়ে এডিজি বলেন, ‘এ জায়গায় অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে শিক্ষকদের পদোন্নতি একটা বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া মেডিক্যালে অনেক ধরনের কোর্স থাকে, সেগুলোর কারিকুলাম তৈরি করা এবং সবকিছু সমন্বয় করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে যখন যেখানে দায়িত্ব দেয়, সেখানেই কাজ করতে হয়। এটা একটা নিয়মিত কার্যক্রমের অংশ। আগে শিক্ষকতায় ছিলাম, এখানেও শিক্ষা সম্পর্কিত দায়িত্ব দেওয়া হয়েছে।’
সবাইকে নিয়ে কাজ করতে চান জানিয়ে এডিজি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষার অগ্রগতিতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। একা তো সব কিছু করা সম্ভব হবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে।’
চিকিৎসকদের উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা শিগগিরই কেটে যাবে জানিয়ে তিনি বলেন,‘চিকিৎসকদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যে প্রতিবন্ধকতা আছে, আশা করি সেটা খুব কম সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য আইন প্রণয়ন করা হচ্ছে, এটা হয়ে গেলে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। সেই সঙ্গে চিকিৎসকদের মানোন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি।