পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃতের কারণেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।
শুক্রবার বান্দরবান সদর উপজেলার রাজবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫টি কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, দুর্গম পার্বত্য এলাকায় এখন বিদ্যুতের আলো জ্বলছে, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে আর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে পার্বত্য এলাকা এখনো আগের চাইতে অনেক বেশি সুন্দর ও পর্যটকবান্ধব হয়েছে। মন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ায় আহ্বান জানান।
এসময় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৮৬ লাখ টাকা ব্যয়ে ২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চারটি কাজের উদ্বোধন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮৭ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১৪ মিটার একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।