দৈনিক শিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের অংকন বিশ্বাসকে স্মরণ করেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্যাম্পাসে গ্রাফিতি এঁকে তারা সাংস্কৃতিক প্রতিবাদও জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলার দেয়ালে এ গ্রাফিতি আঁকা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী তীর্থ মণ্ডল ও সোমাইয়া সোমা বলেন, ‘চলমান আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি আঁকছি। এটি আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ। দুই সহপাঠীকে আমরা হারিয়েছি, তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মনে রাখার জন্যই এ উদ্যোগ।’
তদন্তের জন্য কুমিল্লা যাচ্ছে জবির দল
অবন্তিকার আত্মহত্যার ঘটনা সুষ্ঠুভাবে খতিয়ে দেখার জন্য আজ শুক্রবার সকালে কুমিল্লা যাচ্ছে জবির তদন্ত দল। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন।
যৌন নিপীড়নে অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের দাবি
যৌন নিপীড়নের ঘটনা প্রতিরোধ করতে হাইকোর্টের রায় অনুযায়ী পদক্ষেপ নেওয়াসহ অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতারা। তারা বলেন, নারীর প্রতি বিদ্বেষের সংস্কৃতি, ঘৃণার সংস্কৃতির বিস্তার ঘটে চলেছে সর্বস্তরে। নিরাপত্তার অভাব, নানা অন্যায় আচরণ, হুমকি-ভয়-ভীতির কারণে অনেক ছাত্রী উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছেন। প্রচণ্ড মানসিক চাপ আর অসহায়ত্বের কারণে অনেক শিক্ষার্থী আত্মহননের দিকে যেতে বাধ্য হচ্ছেন।
গতকাল বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মডারেটর ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, একশন এইডের মরিয়ম নেসা, সাবেক সংসদ সদস্য শিরীন আখতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।