অতি শীঘ্র উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করবে : প্রসঙ্গ সাত কলেজ আন্দোলন - দৈনিকশিক্ষা

অতি শীঘ্র উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করবে : প্রসঙ্গ সাত কলেজ আন্দোলন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সাতটি  সাধারণ সরকারি কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রসঙ্গে সরকারের নতুন পদক্ষেপের কথা জানা গেছে। আজ সোমবার বিকেলে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই পদক্ষেপের তথ্য জানা যায়।  সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র সোমবার সন্ধ্যায় দৈনিক আমাদের বার্তাকে জানায়,  সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে থেমে থেমে আন্দোলন চলছে। একই সঙ্গে সরকারের সঙ্গেও আন্দোলনরতদের আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় এ বিষয়ে অতি শীঘ্র  উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

সূত্রমতে, এর মধ্যেই তিতুমীর কলেজের বিষয়টি অন্তর্ভুক্ত। এবং সরকারের তরফে এটাই সর্বশেষ সিদ্ধান্ত। 

এর আগে গত ২৪ অক্টোবর সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই কমিটি সুপারিশ দিতে পারবে। ইউজিসির প্রতিনিধিসহ ওই কমিটিতে সাত কলেজের অধ্যক্ষ রয়েছেন। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই কাজ শুরু হবে। 

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধের ৫ ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়েছেন। ফলে ফের স্বাভাবিক যানচলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর অবরোধ তুলে নেন তারা। 

আরো পড়ুন: মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তা*ক্ত শিশুসহ অনেকে

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয়। পরে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। ১২ সদস্যের এ দলে ছিলেন— মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে আটকে আছে দুটি ট্রেন

এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। পরে বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস শিক্ষার্থীদের অবরোধ উপেক্ষা করে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়। ট্রেনটিকে শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ঢিল ছুটতে শুরু করেন। এ সময় নারী শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে ট্রেনটি গতি কমিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।

২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।

৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0044190883636475