অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে ভেতরে গেলেন ম্যাজিস্ট্রেট - দৈনিকশিক্ষা

অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে ভেতরে গেলেন ম্যাজিস্ট্রেট

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ |

পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে কিছুক্ষণ বসে থাকলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও ট্যাগ অফিসার।

মঙ্গলবার (২ জুলাই) নওগাঁয় মান্দা উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরীক্ষাকেন্দ্রের সচিব ও অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে ইউএনও লায়লা আনজুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে আসেন। 

তাঁরা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান। এ সময় কক্ষের তালা খুলে দেওয়ার জন্য কেন্দ্র সচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় ওই কক্ষের তালা ভেঙে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার ভেতরে প্রবেশ করেন। 

কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের সব শ্রেণিকক্ষ পরীক্ষা গ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষা গ্রহণের কোনো দায়িত্বে না থাকায় বিধি অনুযায়ী গত রোববার ও আজ (মঙ্গলবার) পরীক্ষা চলাকালীন আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে। এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ 

কেন্দ্রসচিব অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরিকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন। পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা বেরিয়ে যান। এ সময় আমিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক–কর্মচারী উপস্থিত ছিলাম। 

জানতে চাইলে মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন, ‘পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা বলতে পারছি না।’

২ কোটি টাকায় পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁস - dainik shiksha ২ কোটি টাকায় পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁস অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে যা জানা গেলো - dainik shiksha অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে যা জানা গেলো প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক - dainik shiksha প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক এনটিআরসিএর সনদ জালিয়াতি, গ্রেফতার ৩ - dainik shiksha এনটিআরসিএর সনদ জালিয়াতি, গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কোটা আন্দোলনকারীরা - dainik shiksha প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কোটা আন্দোলনকারীরা পাঁচ হাজার টাকায় মেলে এইচএসসির প্রশ্ন সঙ্গে জিপিএ ৫ - dainik shiksha পাঁচ হাজার টাকায় মেলে এইচএসসির প্রশ্ন সঙ্গে জিপিএ ৫ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ঢাকা কমার্স কলেজের ছাত্র খুন, র‍্যাবের হাতে গ্রেফতার প্রধান সন্দেহভাজন ঘাতক - dainik shiksha ঢাকা কমার্স কলেজের ছাত্র খুন, র‍্যাবের হাতে গ্রেফতার প্রধান সন্দেহভাজন ঘাতক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে please click here to view dainikshiksha website Execution time: 0.0057370662689209