ইউপি চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পদে না দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলামকে আটকে রেখে মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। খুলানার কয়রা উপজেলার উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসার প্রিন্সিপাল নিয়োগকে কেন্দ্র করে ঘটে যাওয়া ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার দুপুরে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিয়ম সভায় জবি অধ্যাপক নজরুল ইসলামকে মারধরের নিন্দা জানান উপাচার্য। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কামিল মাদরাসা এবং রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ফাজিল মাদরাসার তিন শতাধিক অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল মতবিনিয়ম সভায় যোগ দেন উপাচার্য।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। সভায় উপাচার্য আরো বলেন, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় আলেমদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে শীর্ষ অবস্থান নিয়ে মাথা তুলে দাঁড়াবে।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য অনলাইনের মাধ্যমে নবায়ন সেবা প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, সময়মত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হবে। এ সময় তিনি ‘ক্রাস’ কর্মসূচি গ্রহণের মাধ্যমে এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করার ঘোষণা দেন।
জানা গেছে, ইউপি চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পদে না দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলামকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ও তার বাহিনীর হাতে মারধরের শিকার হয়েছেন তিনি। গত শুক্রবার রাতে মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে কয়রার উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসার প্রিন্সিপাল নিয়োগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অধ্যাপক নজরুল ইসলাম মাদরাসার নিয়োগ বোর্ডের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।