বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকদের অনলাইনে বদলি আবেদন শুরুর তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সময় অনুযায়ী এই কার্যক্রম ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এর আগে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিলো।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী সংশ্লিষ্টদের অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের বদলি নীতিমালা ২০২০ অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষের শূন্য পদে বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেয়া হলো।
অধ্যাপকদের করা আবেদন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানদের ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রায়ণ করার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।