দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে ইউজিসিতে তার শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দিয়েছে ইউজিসি।
কমিশনের অডিটোরিয়ামে মঙ্গলবার এ বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান অনুভূতি প্রকাশ করেন।
এছাড়া, অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগীয় প্রধান, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা এবং সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর বলেন, ইউজিসি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একাধিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অধ্যাপক ড. মো. আবু তাহের অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক খাতে স্বচ্ছতা আনয়নের মাধ্যমে অডিট আপত্তির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউজিসির সদস্য অধ্যাপক আবু তাহেরকে সাময়িক সময়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছে। অধ্যাপক আবু তাহের ২০২০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর চার বছরের জন্য ইউজিসি’র পূর্ণকালীন সদস্য নিযুক্ত হন। তিনি ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগ এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ছিলেন।