নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরাসরি প্রশিক্ষণ দেয়ার আগে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সব শিক্ষককে অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) ও আগামী রোববার (২৫ ডিসেম্বর) শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে। এ তথ্য জানিয়েছে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশটি সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।
অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার পরিচালক অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিগগিরেই বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এ প্রশিক্ষণ শুরু হওয়ার আগে নির্ধারিত সূচি ও সময়ে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের অনলাইনের মুক্তপাঠ ই লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে বিষয়ভিত্তি অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করার জন্য নির্দেশ দেয়া হলো।
অধিদপ্তর আরও জানিয়েছে, এ প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরসারি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।
আদেশে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের সময়সূচি প্রকাশ করেছে অধিদপ্তর। জানা গেছে, আগামীকাল শনিবার সকাল নয়টায় বাংলা ও ইসলাম ধর্ম, সকাল দশটায় ইংরেজি ও স্বাস্থ্য সুরক্ষা, এগারোটায় গণিত এবং শিল্প ও সংস্কৃতি, দুপুর ১২টায় হিন্দুধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিষ্ট ধর্ম বিষয়ের অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এদিন বিকেল তিনটায় জীবন ও জীবিকা প্রথম অংশ ও বিকেল চারটায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অংশের অনলাইন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আর আগামী রোববার সকাল নয়টায় বিজ্ঞান ও ডিজিটাল টেকনোলজি বিষয়ের এবং সকাল দশটায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অংশ এবং জীবন ও জীবিকা দ্বিতীয় অংশের অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।