আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আম-ছালা দুটই হারিয়েছে এফ এম শরীফুল ইসলাম শরীফ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর রাজধানীর গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য পদ হারিয়েছেন তিনি। গতকাল বুধবার তাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর বৃহস্পতিবার তাকে কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এফ এম শরীফুল ইসলাম শরীফ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদে ছিলেন। তাকে ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করেছে ঢাকা বোর্ড। বোর্ডে থেকে এ সংক্রান্ত আদেশটি কলেজে অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য এফ এম শরীফুল ইসলাম শরীফের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি। যদিও ওই ভিডিওতে দেখা যাওয়া ওই ব্যাক্তি তিনি নন বলে দাবি করেছেন শরীফ।
দৈনিক শিক্ষাডটকমের হাতে থাকা এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি ভিডিও কলে কথা বলতে বলতে বিকৃত অঙ্গভঙ্গী করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারাও তার নিন্দা করছেন। স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা তাকে ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডি থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ দৈনিক শিক্ষাডটকমকে জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য গঠনতন্ত্র মোতাবেক তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির মহোদয়।
জানতে চাইলে ফজলুল হক মহিলা কলেজের সভাপতি শহিদ উল্লাহ মিনু দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তিনি মানুষ হিসেবে একটি জঘন্য অপরাধ করেছেন। আওয়ামী লীগ তার বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নিয়েছে, আমরাও গভর্নিং বডির সভা ডেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে আলোচনা করবো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।