নওগাঁর বদলগাছী থানার গোবরচাঁপা এলাকা থেকে অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণে অভিযুক্ত মো. হাসিবুল ইসলাম (২০) ও মোঃ হাসান আলী (৪২) নামের দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করলে শুক্রবার তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
র্যাব-৫ জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার মহাদেবপুর উপজেলার চক গোবিন্দ গ্রামের অভিযান চাইলে ওই ছাত্রীকে উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।
গত ১০অক্টোবর ওই ছাত্রী ও তার মা মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যানে যাওয়ার সময় অপহরণকারী মো. হাসিবুল ইসলামসহ আরও দুইজন মিলে ভিকটিমের মাকে আঘাত করে সিএনজিচালিত একটি অটোরিকশাতে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায়। গত ১২ অক্টোবর অপহৃতের বাবা মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপর বাদি পলাতক আসামি গ্রেফতার ও তার মেয়েকে উদ্ধার করার জন্য জয়পুরহাট র্যাব ক্যাম্পে আবেদন করে।
পরে, তথ্য প্রযুক্তি ও লোকাল সোর্সের মাধ্যমে ভিকটিম ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে র্যাবের অপারেশন টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ২ জন আটক করে।