দৈনিক শিক্ষাডটকম, জবি : ফেসবুকে পোস্ট দিয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী রেজোয়ান। দাবিগুলো হলো-ফাইরুজ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, অভিযুক্ত আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ও
আরো পড়ুন : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার
এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণা দেন।