হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ দিয়ে বাংলা মোটর প্রদক্ষিণ করে টিএসসিতে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এসময় সমাবেশের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সন্ত্রাস-সহিংসতা-অগ্নিসংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়। যারা আমারা আপনার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদেরকেই বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে।
তিনি আরো বলেন, অবরোধ নামের এই প্রহসন যদি চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের হুমকি দেয়া হয়ে থাকে তাহলে বাংলার ছাত্রসমাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ কেন্দ্র পল্টন ঘেরাও করবে।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেল বাজি, অবৈধ অবরোধ, হরতাল, খালেদা জিয়ার শাসন আর চলবে না। এই বাংলাদেশ হবে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের বাংলাদেশ, প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার বাংলাদেশ, একদিনে দেড়শ সেতু উদ্বোধনের বাংলাদেশ।
সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ।