তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে অবাধ ও স্বাধীন তথ্য প্রবাহে সরকার কোনো ধরনের বাধার সৃষ্টি করে না। কিন্তু গণমাধ্যম কতোটা দায়িত্বশীল আচরণ করে তা প্রশ্ন সাপেক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। এসব মাধ্যমে প্রচুর গুজব ও ভুয়া খবর ছড়ানো হয়। তাই, কোনটা সত্য সেটা বের করার জন্য জনসাধারণের ‘মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি’ দরকার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ তিন দিনব্যাপী ‘ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যনেজম্যান্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশসহ ১১টি দেশের প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান অধিবেশন শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক গিলিয়ান অলিভার। এছাড়া স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. দিলারা বেগম।