দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : মেডিক্যাল কলেজসহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ওইসব অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবেন ছাত্র সংগঠনটির নেতারা।
মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দারিদ্র্যপীড়িত এ জেলার মানুষের পাশে জেলা ছাত্রলীগ সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ভাই বোন যারা কষ্ট করে লেখাপড়া করে ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের ভর্তির জন্য আমরা জেলা ছাত্রলীগ আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থাকবো।
জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন,কুড়িগ্রাম জেলার যেসব স্থায়ী কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের পাশে আছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ পরিবার। তাদের চিন্তার কিছু নেই। আমরা আমাদের যথাসম্ভব দায়িত্ব নিয়ে পাশে থাকবো।
সহায়তা নেয়া কোনো শিক্ষার্থীর ছবি প্রকাশ করা না করা হবে না জানিয়ে তিনি বলেন, উপযুক্ত প্রমাণ নিয়ে আসলে ভর্তির জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।
তাদের (মো. রাজু আহমেদ, ফোন : ০১৭৩৮১০০০৯৪ এবং সাদ্দাম হোসেন নয়ন, ফোন :০১৭৫০৩১৪২৪৮) যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।