দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন ৮ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা ও রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ মোট ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মিজানুর রহমান ও উপসচিব (রেজিস্ট্রেশন) প্রকৌশলী মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd ই-সেবা অথবা bteberp.com) এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।
জানা যায়, কারিগরির অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রধানদের জানুয়ারি-ডিসেম্বর সেশনের ভর্তি শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
জানুয়ারি-ডিসেম্বর সেশনের ডাটাএন্ট্রি ২ মে থেকে ১৮ মে পর্যন্ত। পেমেন্ট ও রেজিস্ট্রেশন- ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত। ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট হবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত।
ভর্তির ন্যূনতম যোগ্যতা সর্ম্পকে বলা হয়েছে, স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
প্রতি ট্রেডে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশ জন। এর মধ্যে মূল আসন ৪০ জন এবং ড্রপআউট ১০ জন। প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ জনের কম হলে তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।