আধুনিক কম্পিউটার প্রোগ্রামিংয়ের পথিকৃৎ অ্যাডা লাভলেস স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপি প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুল আয়োজন করেছে বিভিন্ন প্রযুক্তি-নির্ভর প্রতিযোগিতা।
এর মধ্যে ছিলো- প্রোগ্রামিং কনটেস্ট, সার্কিট ডিজাইন কনটেস্ট, টেক কুইজ এবং রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন।
এসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ এইচ এম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ারুল কবির, সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)। এ ছাড়াও বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার সাকির হোসেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাগুলোতে ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার অন্যতম প্রতিপাদ্য ছিলো- পুরুষদের পাশাপাশি নারীরাও প্রযুক্তিনির্ভর বিশ্ব বিনির্মাণে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম। সব ইভেন্টের শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।