পঞ্চগড়ে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে সভায় একাধিক সহসমন্বয়ক বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিয়ে এসপি এসএম সিরাজুল হুদা বলেন, শুরু থেকে পঞ্চগড় জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যে কোনো ধরনের অপরাধ দমনে শিক্ষার্থীদের সহযোগিতা চাই।
ছাত্রনেতারা তাদের বক্তব্যে জেলার বিভিন্ন এলাকাসহ সারা দেশে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানান। তারা বিভিন্ন উপকমিটি গঠনের মাধ্যম এলাকায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।