গভর্নিং বডি গঠনের লক্ষ্যে অসম্পূর্ণ আবেদন বিবেচনায় না নিয়ে রাজধানীর আইডিয়াল কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এডহক কমিটির সভাপতি হয়েছেন আফরিন তাপস ও সদস্য সচিব করা হয়েছে কলেজটির অধ্যক্ষকে। কমিটির অন্য সদস্যরা হলেন, মিহির কান্তি ঘোষাল, প্রতিষ্ঠাতা-১ জন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূ ০৬ (ছয়) মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।