চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ১ লাখ ৯১ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। তবে, আইসিটি বিষয়ে কোনো শিক্ষার্থী ফেল করেননি। এ বিষয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। সাবজেক্ট ম্যাপিং করে এ বিষয়ের ফল প্রস্তুত করা হয়েছে। তাই বাস্তবিক অর্থে এ বিষয়ে অটোপাস পেয়েছেন শিক্ষার্থীরা। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন : এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
শিক্ষা মন্ত্রণালয়ে পরিসংখ্যান বলছে, আইসিটি বিষয়ে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের শতভাগ শিক্ষার্থী আইসিটিতে পাস করেছেন।
এর কারণ ব্যাখ্যা করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিটি বিষয়ে নম্বর এসএসসি ও সমমান ও জেএসসি-জেডিসি ও সমমান থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে জেএসসির ২৫ শতাংশ ও এসএসসির ৭৫ শতাংশ নম্বর বিবেচনায় নেয়া হয়েছে।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম-এর যুগপূর্তির ম্যাগাজিনে লেখা আহ্বান
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।