দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বুধবার সকালে গণভবনে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এলপিআরের মেয়াদ শেষ হওয়ায় তিনি এ যোগদান করেন।
এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রাথমিক সদস্য পদ এর ফরম তুলে দেন তার হাতে। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
কবির বিন আনোয়ার সিরাজগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
কবির বিন আনোয়ার নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগ দিলেন সদ্যোবিদায়ি এ মন্ত্রিপরিষদসচিব।