পরবর্তী উন্নয়নের ধাপে যেতে মানসম্পন্ন কারিগরি শিক্ষা বাংলাদেশের উন্নয়নের আগামী দিনের অন্যতম ভবিষ্যৎ। এজন্য শুধু কারিগরি শিক্ষার' আধুনিকায়ন নয়, সরকারের কাছে অংশীদারত্বমূলক সংস্কার কমিটি তৈরির আহবান জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ও শ্বেতপত্র প্রণয়ণ কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
রোববার (২ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত 'যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা' শীর্ষক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয়। সম্মেলনটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও এসডো।
সম্মেলনে ড. দেবপ্রিয় বলেন, 'সরকারেরর পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। কারিগরি শিক্ষার শুধু আধুনিকায়ন নয়, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অংশীদারত্বমূলক সংস্কার কমিটি তৈরির। আশা করবো দ্রুত আধুনিক, দক্ষ, রূপান্তরপূলক কম্পরিকল্পনা তৈরির উদ্যোগ নেবে সরকার। ২৫- ২৬ বাজেটে অর্থ সংস্থান ও প্রয়োজনীয় নির্দেশ দেবে সরকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষগুলো যেন সেটার সুযোগ পায়।'
সিপিডির আরেক ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, 'স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কেমন হবে তা নির্ভর করবে শিক্ষার্থীদের কেমন প্রশিক্ষণ দেয়া হবে তার ওপর বাজার চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।'
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, 'মিডলম্যানলের দৌরাত্মোর কারণে অভিবাসন ব্যয় বাড়ছে। তাদের আইনি কাঠামোতে আনতে নীতিমালা তৈরি করা হয়েছে, যা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে। ডিসেম্বরে একটি প্ল্যাটফর্ম করা হবে। চাকরিদাতাদের চাহিদা ও বিদেশগমনে ইচ্ছুকদের সব তথ্য সেখানে উন্মুক্ত থাকবে।'
এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, প্রধাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন, ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ।