দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০২৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বর্ণিল এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ও এরিয়া কমান্ডার, সদর দপ্তর লজিস্টিকস এরিয়া ও প্রধান পৃষ্ঠপোষক, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতার মূলমন্ত্রকে ধারণ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয়, বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।