সরাসরি নিয়োগের জন্য এনটিআরসিএ কর্তৃক নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ নয়, শুধু বেসরকারি কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার জমানার প্রাক-যোগ্যতা নির্ধারণী নিবন্ধন সনদ দিয়েই সরাসরি এমপিওভুক্ত শিক্ষক পদে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। শুধু টাকা হাতিয়ে নেওয়াই নয়, গত সপ্তাহে চেম্বার আদালত কি বলেছেন ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে সেই তথ্যটুকুও খোলাসা করা হয়নি সহজ-সরল নিবন্ধনধারীদের কাছে। নির্বাহী বিভাগ বলে যে একটা কিছু আছে সেটাও নিবন্ধনধারী ও শিক্ষক প্রত্যাশীদের প্রায় ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিলো! গত কয়েকবছর ধরে কথায় কথায় তাদেরকে আশ্বাস দেওয়া হতো,
শনিবার (৬ এপ্রিল) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানবন্ধন ও প্রতিবাদ করবেন বলে ফেসবুকে ঘোষণা দিয়েছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন। শুধু ১থেকে ১২তম নয়। নতুন কৌশল হিসেবে ১৩, ১৪ ও ১৫তম পরীক্ষায় উত্তীর্ণদেরও তাদের সঙ্গে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বয়স অনুর্ধব ৩৫।
তবে, শনিবার বেলা সাড়ে বারোটা অব্দি জাতীয় প্রেসক্লাবের সামনে কাউকে দেখা যায়নি। তবে, সাড়ের বারেটার পর চল্লিশোর্ধ্ব নিবন্ধনধারী জুবাইদুলসহ সাত/আটজনকে দেখা গেছে একটা ব্যানার হাতে কয়েক মিনিট দাড়িয়েছিলেন।
চেম্বার আদালতে স্টে হয়েছে, সুতরাং পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আপনাদের কোনো সুযোগ নেই এমন প্রশ্নের জবাবে কথায় কথায় হাইকোর্ট দেখানো এবং বয়স ও মেয়াদ উত্তীর্ণ নিবন্ধনধারীদের নেতা জুবাইদুল ও ইলিমা রূপবতীও দাবি করেন তারা কিছু জানেন না!