আদালত বর্জন কর্মসূচির পক্ষে সভা, বিপক্ষে সংবাদ সম্মেলন - দৈনিকশিক্ষা

আদালত বর্জন কর্মসূচির পক্ষে সভা, বিপক্ষে সংবাদ সম্মেলন

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের আজ সোমবার থেকে আদালত বর্জনের ঘোষণার পক্ষে-বিপক্ষে গতকাল রোববার সভা ও সংবাদ সম্মেলন করেছে আইনজীবীদের চারটি সংগঠন।

আদালত বর্জনের সমর্থনে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সভা করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।

এদিকে আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এতে লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো. আব্দুন নূর দুলাল বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে, তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে, দেশের সব আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বারের সংবাদ সম্মেলনের পরপরই আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আইনজীবী

সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, আইনজীবী আজহার উল্লাহ ভূইয়া, আইনজীবী বশির আহমেদসহ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

বর্জনের সমর্থনে সভা

আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচির সমর্থনে সভা করেন বিএনপি-জামায়াতের সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবীবৃন্দ-সুপ্রিম কোর্ট বার’-এর ব্যানারে এই সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সরকার, সহসভাপতি আবদুল বাতেন, ড. গোলাম রহমান ভূইয়াসহ অন্য নেতারা।

পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা - dainik shiksha পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান - dainik shiksha বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম - dainik shiksha ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় - dainik shiksha এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো - dainik shiksha প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো please click here to view dainikshiksha website Execution time: 0.0038859844207764