টাঙ্গাইলে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ - দৈনিকশিক্ষা

টাঙ্গাইলে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল থেকে |

টাঙ্গাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার অনিয়মের বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে লিখিত অভিযোগ করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আ. আউয়াল।

অভিযোগে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও এ প্রতিযোগিতায় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ঢাকা বোর্ডের পক্ষে আয়োজক শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের কাগমারীর সরকারি এম এম আলী কলেজ। গত মঙ্গলবার হ্যান্ডবল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে বৈধ খেলোয়াড় অংশগ্রহণ করলেও সরকারি এম.এম. আলী কলেজ দলে কতিপয় অবৈধ খেলোয়াড় মাঠে নামানো হয়।

অধ্যক্ষ আরও জানান, তার কলেজের শিক্ষকরা অপর দলের অবৈধ খেলোয়াড়দের শনাক্ত করতে সক্ষম হয়। এ ব্যাপারে প্রতিবাদ করলে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কতিপয় নামধারী উশৃঙ্খল ছাত্র নিয়ে তারা আমার কলেজের শিক্ষকদের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষা প্রয়োগ করে। 

তিনি আরও বলেন, যদি আয়োজক সরকারি এম এম আলী কলেজ এইধরনের অনিয়ম অব্যাহত থাকে তাহলে আমার প্রতিষ্ঠানের পক্ষে পরবর্তীতে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। তিনি এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু প্রতিকারের দাবি জানান।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037679672241211