আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের গণহত্যার (৫ জুলাই থেকে ৫ আগস্ট) ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ছোটখাটো গবেষণা করেছি, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার করা সম্ভব।
তিনি আরও বলেন, জুলাইয়ে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৭৩ খ্রিষ্টাব্দের যে আইন রয়েছে যে আইনটি ২০০৯ ও ২০১৩ খ্রিষ্টাব্দে সংশোধনী আনা হয়। সেই আইনের আওতায় বিচার করার সুযোগ রয়েছে।