এইচএসসি পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে পড়তে বসার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্ট শুরু হচ্ছে। এ পরীক্ষা শুরুর তারিখ বহু আগে ঘোষণা করা হয়েছিলো। সে অনুযায়ী ১৩ লাখ ৫৯ হাজার পরীক্ষার্থীর বেশিরভাগ প্রস্তুতি নিয়েছেন। সব পরীক্ষার আগে একটি অংশ বলেন পরীক্ষা পেছাও। যারা মনে করছেন প্রস্তুত না এখনো যা সময় আছে তারা কয়েকদিন যদি একটু মন দিয়ে পড়াশোনা করেন রাস্তায় না থেকে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা এতোটা খারাপ হবে না।
তিনি বলেন, এখন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের দাবিগুলোও খুব যৌক্তিক নয়। তারা আইসিটি পরীক্ষা নিয়ে (বাতিলের) দাবি ছিলো। আমরা আইসিটি বিষয়টিও একটু সহজ করেছি।
এদিকে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করেছেন পরীক্ষার্থীদের একাংশ। এদিন দুপুরে আন্দোলনরত কয়েকজন পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলেছেন অন্যান্যরা।
দুপুর ১২টা ৫০ মিনিটে টিএসসি থেকে মুখে কালো কাপড় পরে একটি প্রতিবাদী মিছিল নিয়ে শাহবাগের দিকে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, শাহবাগ থানার সামনে এলে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের বাধা দেয়। পরে আরো একটি বাসে করে এসে শিক্ষার্থীরা আন্দোলনরতদের সঙ্গে যুক্ত হন। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাদের আটক করার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।