ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে বুয়েটের শেরেবাংলা হলে নির্মিত হচ্ছে 'আবরার ফাহাদ স্মৃতিফলক'।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হল প্রাঙ্গণে এ স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। শেরেবাংলা হলের এলামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে এই স্মৃতিফলক নির্মিত হবে।
বুয়েট শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবরার ফাহাদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার।
দাবির পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন শেরেবাংলা হলে এই স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত নেয়। এ জন্য তারা কমিটি গঠন করে এর সার্বিক নকশা সম্পন্ন করেছে। সেই আলোকেই এই স্মৃতিফলক নির্মাণ হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জাব্বার খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, প্রভোস্ট অধ্যাপক মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাখাওয়াত এইচ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের অনেক দিনের দাবি ছিল আবরার ফাহাদ স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা। সে পরিপ্রেক্ষিতে বুয়েট কমিটি করে সার্বিক নকশা করেছে। হল প্রশাসন জায়গা দিয়েছে। শেরেবাংলা হল এলামনাই অ্যাসোসিয়েশন আর্থিক সহযোগিতার মাধ্যমে কাজ অতি দ্রুত সম্পন্ন করবে।
এদিকে আগামী শনিবার আবরার ফাহাদ স্মরণে বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ ও শেরেবাংলা হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।