ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী’ বাসে আগুন দেয়ার একদিনের মাথায় রাজধানীর মিরপুরে বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর মেট্রোরেল স্টেশনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীতের পরিবহনকারী বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েক আসন পুড়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ম্যানেজার কামরুল হাসান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না।
বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ম্যানেজার কামরুল হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিআরটিসির কিছুক্ষণ আগে জানিয়েছেন একটি বাসে আগুন দেয়া হয়েছে। কিছু সিট পুড়ে গেছে। একটু পরে বিস্তারিত জানাতে পারবো।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার মিরপুর এলাকাতেই ঢাবি শিক্ষার্থীবাহী চৈতালী নামে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। ঘটনায় বাসের কিছু সিট পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটে নি।