দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহে রাজধানীর মোহাম্মদপুর থানার ফের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক। তিনি কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
আর এ থানায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বেঙ্গলি মিডিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস।
গতকাল সোমবার চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়। মোহাম্মদপুর থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাজু আহমেদ স্বাক্ষরিত এক তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
এ তালিকা থেকে আরো জানা যায়, এবারে স্কুল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। একইসঙ্গে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও মাদরাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা।
এ ছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মো. মাসুদুল আলম ভূঞা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক ড. রুমানা আফরোজ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার শিক্ষক এসএম মঈনুদ্দীন হেলাল।
অপরদিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে বিজয়ী হয়েছেন, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থী কেএম মুনিফ ফারহান দীপ্ত, রাশেদুল ইসলাম ইয়ন, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী সাকিয়া তাহসিন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা শিক্ষা কমিটি চার বিভাগ থেকে এ নির্বাচন সম্পন্ন করেন।