দৈনিক শিক্ষাডটকম, ববি : বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি বর্তমান তরুণ সমাজ নিয়ে খুবই আশাবাদী। আমরা যা পারিনি তারা সেটা পারবে। এতরুণেরা যদি চায় অবশ্যই মুক্তিযুদ্ধের আদর্শ দেশের সর্বত্র বাস্তবায়ন হবে।
মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগ আয়োজিত 'মুক্তিযুদ্ধের দর্শন :অন্তর্ভুক্তিমূলক সমাজ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১ টায় শুরু হওয়া সেমিনারটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে। স্বাধীনতা সংগ্রামের যে দর্শন আমাদের সঙ্গে মিশে আছে সেটির চর্চা প্রয়োজন। যেসব আদর্শকে সামনে রেখে আমরা এদেশ স্বাধীন করেছি সেগুলোর সত্যিকার বাস্তবায়ন দরকার।
সেমিনারটিতে প্রবন্ধ উপস্থাপক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের সভাপতি শাহানাজ পারভীন রিমি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়সার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা এখন অতিআধুনিকতার দিকে ধাবিত হচ্ছি। এসময় মানুষের অস্ত্র হচ্ছে জ্ঞান। যে নানামুখী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করবে সেই অন্যের তুলনায় এগিয়ে যাবে। তাই আমি আমার প্রতিটি শিক্ষার্থীকে পরামর্শ দেই, তোমরা তোমাদের জ্ঞান চর্চার ধারা সবসময় সমুন্নত রাখবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।