দেশের উন্নতির জন্য উদ্যোক্তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করি। আমাদের সরকারি-বেসরকারি, বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তা প্রয়োজন। তাদের দেশে রাখার পরিবেশ তৈরি করতে হবে কারণ দেশের উন্নতির জন্যই উদ্যোক্তা প্রয়োজন।
শনিবার (২৩ নভেম্বর) সোবহানবাগের ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসে 'গ্লোবাল এন্ট্রাপ্রেনারশীপ উইক-২০২৪' এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. বিধান রঞ্জন রায় বলেন, আমাদের দেশের বেশিরভাগ উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত। যারা উচ্চশিক্ষিত হন তারা বেশিরভাগ চাকরিমুখী। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরি ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমরা। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কথাটা একই ভাবে প্রযোজ্য।
তিনি বলেন, আমাদের কারিকুলাম বরাবর যেটা চলে এসেছে সেটা আমাদের সেই চাকুরী ভিত্তি শিক্ষাই দেয়। যে বিষয়টি আমরা অবজ্ঞা করেছি বিগত কারিকুলামে কয়েকটি পজিটিভ দিকও ছিল। যেমন প্রাক্টিক্যালি কাজ করে আয়ত্ত করা, যৌথভাবে কাজ করা এই প্রসঙ্গগুলো ছিল কিন্তু সেগুলো আমরা বর্জন করে ফেলেছি এর কারণ আমাদের মানসিক জড়তা। অভিভাবকরা মনে করেন আমাদের ছেলে মেয়েরা সেটাই করবে যেটা আমরা করে এসেছি। বাচ্চাদের শুধু পরীক্ষা দিতে হবে তাতে ভালো মার্কস পেতে হবে এটাই লক্ষ্য।
তিনি আরও বলেন, মানুষের জন্য স্পেসিফিক বিষয় হল তার কল্পনা উদ্ভাবনী। আমি মনে করি আমাদের কারিকুলাম এমন হওয়া উচিত যেখানে মানুষ মুক্ত চিন্তা করতে উদ্বুদ্ধ হবে, যেখানে উদ্ভাবনী চিন্তা উৎসাহিত হবে। সমাজের সকলে এব্যাপারে সচেতন হয়ে অংশ নিলে সরকারের জন্য এ কাজ সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রাপ্রেনারশীপ নেটওয়ার্ক বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার দক্ষতা বিশেষজ্ঞ মি. গুঞ্জন দাল্লাকটি, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইউসুফ ফারুক, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেনস এন্ট্রাপ্রিনিউরস এর সভাপতি ড. রুবিনা হোসেন প্রমুখ।