চট্টগ্রামে অপহরণের পর শিশু আয়াত হত্যার ঘটনায় তার পরিবারকে দুই দফায় মোবাইলে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আয়াতের বাবা সোহেল রানা এ অভিযোগ করেন। হুমকির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছে পিবিআই।
আয়াতের বাবা সোহেল রানা গতকাল শনিবার বলেন, ‘পাঁচ দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আয়াত হত্যার বিষয়ে বেশি বাড়াবাড়ি না করার হুমকি দিয়েছিল অপরিচিত একজন। শুক্রবার দুপুরেও একইভাবে হুমকি দেওয়া হয়। বিষয়টি পিবিআইকে জানিয়েছি।’
হুমকির বিষয়ে সোহেল রানা আরও বলেন, ‘ওই অপরিচিত নম্বর থেকে আসা ভয়েজ মেসেজে বলা হয়, ‘আয়াতকে ছয় টুকরো করেছি। তোমাদেরও টুকরো টুকরো করে ফেলব। আবিরকে আমি বলেছিলাম ঘটনার পর পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে না পালানোর কারণে ধরা খেয়েছে।’ আয়াতের মা শাহিদা ইসলাম তামান্না বলেন, ‘অপরিচিত ওই ব্যক্তি ভয়েস মেসেজ পাঠানোর পর সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছে।’
মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মনোজ কুমার দে বলেন, ‘আয়াতের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় একটি জিডি করতে বলা হয়েছে। আমরা খতিয়ে দেখছি।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপরিচিত ওই নম্বরটিতে সিঙ্গাপুরের টেলিফোন কোড ব্যবহার করা হয়েছে। একই নম্বরটি সিঙ্গাপুরের ‘ভার্ট এনার্জি পিটিই লিমিটেড’ নামে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির নম্বর হিসেবে ব্যবহৃত হচ্ছে।