আরও একটি কলেজ সরকারি হচ্ছে। প্রতিষ্ঠানটি হলো রাজশাহীর বঙ্গবন্ধু কলেজ। প্রতিষ্ঠনটি সরকারিকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে। তাই কলেজের নিয়োগ ও সম্পদ হস্তান্তরের নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখার উপসচিব রোকেয়া পারভীন।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, গতকাল বুধবার এ সংক্রান্ত চিঠি অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেবে অধিদপ্তর।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানের নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সব সম্পদের হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। আর প্রতিষ্ঠানে আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকার নামাসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।