অবসরপ্রাপ্ত আরো ৩১ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে তাদের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনগুলো ম্যানেজিং কমিটির সুপারিশের কারণ যথার্থ ও যৌক্তিক প্রতীয়মান না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-অধ্যক্ষের অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগের অসম্মতি অবহিত করা হলো।
চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো ৮টি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে মন্ত্রণালয়ের এসেছিলো। বাকি ২৩টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি এসেছিলো মন্ত্রণালয়ে।
এর আগে গত ১০ আগস্ট অবসরপ্রাপ্ত ১৫ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো ৩১ জন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ-প্রধান শিক্ষকের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।