বৈধ আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী প্রকৌশলী শফিউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেছেন। অভিযুক্ত শফিউল আলম যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গোলাম সরদারের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, শফিউল আলমের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে দুদক থেকে ২০২০ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ সম্পদ বিবরণীর নোটিস জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১০ জুন দুদকের যশোর কার্যালয়ে জবাব দাখিল করেন তিনি। সেখানে তিনি পৈত্রিক সূত্রে ৭ দশমিক ২ শতক জমির মালিক বলে উল্লেখ করেন।
সম্পদ যাচাইকালে দুদক জানতে পারে, তাদের নামে স্থাবর ৭৬ লাখ ২১ হাজার ৬৭০ টাকা ও অস্থাবর ৩৮ লাখ ৭৯ হাজার ৬৫৩ টাকাসহ মোট ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৩২৩ টাকার সম্পত্তি থাকার তথ্য মিলেছে। এ হিসাবে তিনি ৪৭ লাখ ২২ হাজার ৩২৩ টাকার সম্পদ গোপন করেছেন।
দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের উপপরিচালক আল আমিন বলেন, ‘২ মে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা অফিসের এক স্মারকে মামলা দায়ের অনুমোদনপ্রাপ্ত হয়ে যবিপ্রবির সহকারী প্রকৌশলী শফিউল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।’