রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মারা যাওয়া আরেক শিশুর মা সিফাত ই রাব্বানী হাইকোর্টে হাজির হয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি আয়ানের বাবা শামীম আহমেদের সঙ্গে সংহতি জানাতে হাইকোর্টে আসেন।
সিফাত ই রাব্বানীর দাবি, ২০১৫ খ্রিষ্টাব্দে ইউনাইটেডের ভুল চিকিৎসায় তার সন্তানও মারা যান।
এদিকে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
রিটকারী আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ জানান, আগামী রোববারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন পরবর্তী আদেশ দেবেন আদালত।
গত ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার ইউনাইটেড হাসপাতালে সুন্নাতে খৎনা করাতে নেয়া হয় ৫ বছরের শিশু আয়ানকে। চিকিৎসকদের পরামর্শে আয়ানকে অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়। এরপর ৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় ৯ জানুয়ারি দুপুরে বাড্ডা থানায় মামলা করে আয়ানের পরিবার। মামলার এজাহারে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. সাব্বির, ডা. তাসনুভা মাহজাবিন ও হাসপাতালের পরিচালকসহ অভিযুক্ত করা হয় ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত কর্মকর্তাদের।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসীন গাজী বলেন, ‘আয়ানের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে, তদন্তের পর নেয়া হবে ব্যবস্থা।’
এর আগে ৯ জানুয়ারি সকালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।
আয়ানের মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।