এইচএসসির তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় সারাদেশে ৮৪ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ৮১ জন পরীক্ষার্থীর ও ৩ জন শিক্ষক। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৮৯ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৮১ জন পরীক্ষার্থী। তাদের মধ্য ঢাকা বোর্ডে ৩৭ জন, বরিশাল বোর্ডের ৮ জন, সিলেট বোর্ডে ৪ জন, দিনাজপুর বোর্ডে ৫ জন, কুমিল্লা বোর্ডের ১৩ জন, ময়মনসিংহ বোর্ডে ৮ জন ও যশোর বোর্ডের ৬ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর ময়মনসিংহ বোর্ডে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৩ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। তৃতীয় দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৮৯ হাজার ৮০৩ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৭১৪ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৮৯ জন।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৯৫৮ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৬৪ জন, কুমিল্লা বোর্ডের ৬৭৭ জন, যশোর বোর্ডের ৮২৯ জন, সিলেট বোর্ডের ৫৪০ জন, বরিশাল বোর্ডের ৪৮৭ জন, দিনাজপুর বোর্ডের ৯২৫ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আগামী বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।