বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খানকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
এক অভিনন্দন বার্তায় বেরোবি উপাচার্য বলেন, বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. হাসিনা খান তার মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশের উচ্চশিক্ষার বিস্তার ও গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. হাসিনা খানকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করে। তিনি ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশ মাছের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।