আমার কাছে ইডেন মহিলা কলেজ সে এক অপার শক্তি, সাহস আর সৌন্দর্যের সম্ভার। ‘ইডেন’ শব্দটির অর্থই হচ্ছে স্বর্গোদ্যান বা নন্দনকানন। এ যেনো রাজধানীর বুকে গড়ে ওঠা বাস্তবিক একটুকরো স্বর্গোদ্যানই।
১৫০ বছর আগের সেই পথচলা আজও রয়েছে অব্যাহত। পরবর্তীকালে বিভিন্ন চড়াই-উতরাই পাড়ি দিয়ে আজকের এই ইডেন মহিলা কলেজ। আজ সেটি বাংলাদেশের জাতি গঠনের কাজে অন্যান্য মহাবিদ্যাপীঠগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে সমান তালে। হাজার হাজার ছাত্রী এবং শিক্ষকদের কলকাকলিতে প্রতিদিন সাজে নতুন করে আমাদের এই স্বর্গোদ্যানটি। নারী উন্নয়নের এই জোয়ারে ইডেন কলেজের ছাত্রীরা বিভিন্ন স্থানে রয়েছেন সামনের সারিতে। দেশ বা সমাজের প্রয়োজনে এ প্রতিষ্ঠানের সাহসী ও প্রগতিশীল নারীরা এগিয়েছেন সবসময়।
আমাদের নারী প্রগতির এই ধারাকে বয়ে নিয়ে চলছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এ বহমান ধারা অব্যহত থাকুক অনন্তকাল। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ১৫০ পূর্তির এই মাহেন্দ্রক্ষণর সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত অনুভব করছি। এই দিনটি ইডেন মহিলা কলেজের জীবনে ফিরে আসুক বারংবার।
রেহানা রাখী, বাংলা বিভাগ, সেশন ২০১৩-১৪