রাজধানী ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ফেরদৌসী বেগম। তিনি কলেজটির উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। আর রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের উপধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহম্মদ ফকির।
মঙ্গলবার এ দুই কলেজসহ মোট সাতটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরমধ্যে পাঁচটি কলেজে অধ্যক্ষ ও দুইটি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে।
জানা গেছে, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক বি এম আব্দুল হান্নান। ওই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক মো. শওকত আলী।
ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম। ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহের সরকারি আন্দনমোহন কলেজে অধ্যাপক মুশফীক আহাম্মদ।
আর রাজধানীর লালমাটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে সংযুক্ত হয়েছেন সরকারি বাঙলা কলেজের অধ্যাপক নাজনীন আক্তার চৌধুরী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।