নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইডেন মহিলা কলেজ। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য। র্যালি শেষে অধ্যক্ষ কলেজ চত্বরে গাছের চারা রোপন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে র্যালিতে অংশ নেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক কাজী আতিকুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রীরা।
র্যালির পর বৃক্ষরোপণ শেষে ভূগোল ও পরিবেশ বিভাগে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য শব্দদূষণ ও প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, শব্দদূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে।
ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আতিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন অধ্যাপক কোর আয়েশা বেগম।
সেমিনারে ‘শব্দদূষণ ও ঢাকা শহরে জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান। তিনি বলেন, কঠোর আইন প্রয়োগের সঙ্গে চাই সচেতনতা। সচেতনতাই এই সরব দূষণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে।
সেমিনারে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মালিহা হোসেন বিভিন্ন অঞ্চলের তথ্য ব্যবহার করে শব্দ দূষণের তীব্রতা সম্পর্কে বক্তব্য রাখেন।
সেমিনারে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ও শিক্ষক এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন।