স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে নির্দেশিকা প্রণয়ন ও ডাটাবেজ তৈরি নিয়ে এক কর্মশালার আয়োজ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী বুধবার (১৬ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক হাবিবুর রহমান।
সোমবার অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, অধিদপ্তরের সভাকক্ষে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মহাপরিচালক।
কর্মশালায় অংশ নিতে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বলা হয়েছে। মোট ৫০ জন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক এ কর্মশালা অংশ নেবেন বলে আশা করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।