ইবনেসিনা ট্রাস্টের বৃত্তি, পাবেন নিয়মিত ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

ইবনেসিনা ট্রাস্টের বৃত্তি, পাবেন নিয়মিত ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ইবনেসিনা ট্রাস্ট স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলী— আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদরাসা, সরকারি মেডিক্যাল কলেজ, সরকারি মেডিক্যাল টেকনোলজি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থী হতে হবে।

আবেদনকারী ছাত্র-ছাত্রীকে এসএসসি, দাখিল ও এইচএসসি, আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।

বৃত্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ইবনেসিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবেন।

প্রয়োজনীয় নথিপত্র— এইচএসসি, আলিম, সমমান পরীক্ষা থেকে বিগত সব পরীক্ষার ফলাফল ও নম্বরপত্রের সত্যায়িত কপি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধানের সুপারিশপত্র শিক্ষাপ্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে, যারা সম্প্রতি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাদের ভর্তির মূল মানি রসিদের ফটোকপি, বাবা বা অভিভাবকের আয়ের বিবরণী স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে।

আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র, বাবা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র, আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি, নতুন আবেদনকারীকে খামের ওপর ‘ইবনেসিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া: প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন সাবমিট করার ফরমের পিডিএফ কপি প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিচে দেয়া ঠিকানায় ডাকযোগে, কুরিয়ারে পাঠাতে হবে। পিডিএফ ফরমটি সব ডকুমেন্টের ওপরে রাখতে হবে।

আবেদনের শেষ সময়: আবেদনের শেষ সময় ২৫ মে বিকেল ৫টা। তবে আগামী ৩১ মে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্রের হার্ডকপি জমা দেয়া যাবে।
ওয়েলফেয়ার বিভাগ, ইবনেসিনা ট্রাস্ট বাড়ি ৪৮, রোড ৯/এ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, ঠিকানায় হার্ডকপি জমা দেয়া যাবে। 

আবেদনের বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন https://ibnsinatrust.com/scholarship_ins.php

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0082972049713135